ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
খুলনায় সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন

খুলনা: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকরাম আলী মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্যসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর ২টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোর-৪ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আমিন উদ্দিন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডব্লিউ, অভয়নগর থানার সাবেক পৌর কাউন্সিলর আসাদুল্লা আসাদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিএম বাচ্চু, যুবদল কর্মী ইউশা মোল্লা (পলাতক), অভয়নগর থানা ছাত্রদল নেতা হাবিবুর রহমান ও সৈয়দ আলী মিস্ত্রী এবং অভয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মল্লিক।

এসময় মামলার এজাহারভুক্ত ১২ জন আসামির মধ্যে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাকি ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

বেকসুর খালাস পেয়েছেন পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শরীফুল ইসলাম ওরফে শরীফ, মো. সাজ্জাদ হোসেন ও সজিব।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে অভয়নগর উপজেলা হাসপাতাল রোডে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে মারা যান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. মো. আকরাম আলী মোল্লা।

ওই ঘটনায় তার ভাই ডা. আশরাফ আলী বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০)। তদন্ত কর্মকর্তা ২০০৮ সালের ১৫ নভেম্বর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ২০১৬ সালের ১৮ মে মামলাটি বিচারের জন্য খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে (নং- ০৪/১৬)।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬/১৫০৪ ঘণ্টা
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।