ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের ৩ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বাগেরহাটের ৩ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদকে (ইউপি) বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ষাটগম্বুজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস উপজেলার ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউপিকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।


 
অনুষ্ঠানে তিন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও গ্রামবাসী বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে শপথ নেন।

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলানিউজকে বলেন, আমরা সবাই আরও সচেতন হব। শিশু বয়সে বিয়ে হলে মেয়েদের অনেক ধরনের সমস্যা হয়। আমাদের কোনো বন্ধু-সহপাঠীর জীবন নষ্ট হোক তা আমরা চাই না।

এখন থেকে কোথাও বাল্যবিয়ের কথা শুনলে শিক্ষক ও প্রশাসনের সহায়তা নিয়ে তা বন্ধ করবো।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, ষাটগম্বুজ ইউপির চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপির চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউপির চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওছার পারভিন ও নারী নেত্রী রিজিয়া পারভিন।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, ২০২১ সালকে (ভিশন) সামনে রেখে দেশকে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তিন ইউনিয়নকে নয়, পর্যায়ক্রমে বাগেরহাট জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।