ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ধামরাইয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় আটক ৫

ধামরাই, ঢাকা: ধামরাইয়ের বারবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতি করার সময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (০২ নভেম্বর) দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটক পাঁচজন হলেন- নাটোরের সিংড়া থানার ডানমনি গ্রামের তাইজুল ইসলামের ছেলে মো. মোতালেব হোসেন (২০), কুমিল্লার মতলব থানার হরিনা দ্দেরিঘাট গ্রামের হাফিজ চকিদারের ছেলে জাফর আলম (২০), যশোরের মনিরামপুর থানার হাজিরামাটি গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর (২৬), বগুড়ার ধুনট থানার মাদারভিটা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রবিন (২১), লক্ষ্মীপুরের রায়গঞ্জ থানার চরনিজামপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. সুমন মিয়া (২২)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, রাতে গাবতলী থেকে ছেড়ে আসা য‍াত্রীবাহী বাসে সাভার থেকে ডাকাতরা গাড়িতে ওঠেন। পরে ডাকাতরা ড্রাইভারকে জিম্মি করেন। এ সময় বাসের যাত্রীরা চিৎকার করলে সাভার থানার কর্মরত পুলিশ টের পেয়ে বিষয়টি ধামরাই থানায় জানান। ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে বাস থেকে পাঁচ ডাকাতকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।