ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

তারা হলেন- মো. আলম (৩৫) ও রাসেল (৩০)।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে খিলগাঁও নন্দী পাড়া নেওয়াজ বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের সহকর্মী মো. মিলন বাংলানিউজকে জানান, খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আলম ও রাসেল। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজেডএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।