ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
রামগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ কেজি গাঁজাসহ আবদুল মান্নান মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার জয়পুরা কলেজ গেট এলাকার সিঅ্যান্ডবি সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল মান্নান পাশের জেলা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশা চালানোর আড়ালে মাদক ব্যবসা করে আসছেন।

রামগঞ্জ থানার উপপরির্দশক (এসআই) সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রামগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জের সীমান্তবর্তী জয়পুরা কলেজ গেটের কাছে অবস্থান নেয় পুলিশ। এসময় হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি  ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আর গাঁজা বিক্রির অভিযোগে চালক আবদুল মান্নানকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।