ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি: ঝালকাঠির বাদামতলা এলাকায় বাসের চাপায় জনি দাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কবির হোসেন ও খলিলুর রহমান নামে মোটরসাইকেলের আরও দুই আরোহী।

শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি বরিশালের গির্জামহল্লা এলাকার দুখু লাল দাসের ছেলে। তিনি ঝালকাঠি-বরিশাল রুটে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
 
স্থানীয়রা জানান, সকালে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে চালক জনি ঝালকাঠি যা‌চ্ছিলেন।
পথে বাদামতলা এলাকায় এলে বরিশালগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জনির মৃত্যু হয়। এসময় আহত হন কবির ও খলিলুর নামে দুই যাত্রী।

এ অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চি‌কিৎসা মহা‌বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।