ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে শিশু হত্যার অভিযোগে গৃহকর্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
রংপুরে শিশু হত্যার অভিযোগে গৃহকর্ত্রী আটক

রংপুর: রংপুর মহানগরীতে ১০ বছরের শিশু গৃহকর্মী সকিনা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) রংপুর মহানগরীর ইনড্রার মোড় এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

শিশু সকিনা কাউনিয়া উপজেলার চরচতুরা গ্রামের শরিফুলের মেয়ে।

পুলিশ জানায়, রংপুর মহানগরীর ইনড্রার মোড় এলাকার মানিকের বাড়িতে শিশু সকিনা গৃহকর্মী হিসেবে থাকতো। শুক্রবার দিবাগত রাতে বাড়ির গৃহকর্ত্রী জাহানারা বেগম শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে রুমের ভেতরে ফেলে রাখেন। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়।

এই ঘটনায় রংপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন শিশুর পরিবার। শিশু হত্যার অভিযোগে মানিকের স্ত্রী গৃহকর্ত্রী জাহানারা বেগমকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, এই ঘটনায় কোতয়ালী থানায় শিশু নির্যাতন ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।