ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোজাম্মিল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।


 
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষদুলং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মিল উপজেলার মহিষদুলং গ্রামের বাসিন্দা।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ধান কাটাকে কেন্দ্র করে মোজাম্মিলের পরিবারের সঙ্গে একই গ্রামের চৌধুরী বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। সকালে মোজাম্মিল ধান কাটতে গেলে চৌধুরী বাড়ির লোকজন তাকে বাধা দেন। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মোজাম্মিলসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন।

গুরুতর আহত মোজাম্মিলকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা নেওয়ার পথে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।