ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে জুয়েলারি শ্রমিক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
কালীগঞ্জে জুয়েলারি শ্রমিক খুন শ্যামল চন্দ্র বর্মন

গাজীপুর: জেলার কালীগঞ্জ উপজেলা বাজার বাসস্ট্যান্ড এলাকার জুয়েলারি কারখানা থেকে শ্যামল চন্দ্র বর্মন (৩৫) নামে এক জুয়েলারি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

 

শুক্রবার (০৪ নভেম্বর) সকালে কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল গ্রামের মাঝিবাড়ীর যুধিষ্ঠি চন্দ্র বর্মনের ছেলে।
 
তিনি কালীগঞ্জ বাজারের গৌরাঙ্গ চৌধুরীর মালিকানাধীন অমিত জুয়েলারি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, অমিত জুয়েলারিতে কাজ করতেন শ্যামল চন্দ্র বর্মন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে খুন করে পালিয়ে যায়। পরে সকালে নিহত শ্যামলের সহকর্মী নজরুল ইসলাম কারখানার ভেতর গিয়ে রক্তমাখা অবস্থায় শ্যামলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে জুয়েলারি কাজে ব্যবহার হয় রক্তমাখা একটি চিমটা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে এসে ওই চিমটা দিয়ে ঘাড়ে উপর্যুপরি আঘাত করে শ্যামল চন্দ্র বর্মনকে খুন করে পালিয়ে যায়।  

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান এসআই মুবিবুর।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।