ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে কালিয়াকৈড় গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে আবুল কাসেম, রাজ্জাক, মোশারফ, রায়হান, নান্নু সরকার, এরশাদ আলী, আমজাদ, ইরান ও ছামাদকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম হিরণ বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের জমি অধিগ্রহণ করার সময় কথিত হবিব‍ুর রহমান ও তার লোকজনের জমি রয়েছে বলে দাবি করায় স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দু’পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর সবুজ বাংলানিউজকে জানান, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।