ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনী পাসপোর্ট অফিসের উপপরিচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ফেনী পাসপোর্ট অফিসের উপপরিচালক গ্রেফতার

ফেনী: ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।

২ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাতের মামলায় শুক্রবার (০৪ নভেম্বর) নীলফামারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, জনতা ব্যাংকের নীলফামারীর  জলঢাকা উপজেলার কইমারী শাখার ব্যবস্থাপক থাকাকালে রেজাউল ইসলাম বিভিন্ন ভুয়া নামে ঋণ দেখিয়ে ২ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন। এরপর তিন ওই চাকরি ছেড়ে পাসপোর্ট বিভাগে যোগ দেন।

২০১৪ সালের জুন মাসে ব্যাংক কর্তৃপক্ষ জলঢাকা থানায় একটি মামলা করে। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় দুদক। শুক্রবার ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ হক ভূঁইয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের অংশ হিসেবে রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তার বিরুদ্ধে ফেনীর কয়েকজন ভুক্তভোগী দুদক ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।