ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘মানসম্মত শিক্ষার প্রতি সবার নজর রাখতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
‘মানসম্মত শিক্ষার প্রতি সবার নজর রাখতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘মানসম্মত শিক্ষার প্রতি সবার নজর দিতে হবে। কারণ শিক্ষাই পরিবর্তন করতে পারে দেশ, জাতি ও সমাজ।

তাই শিক্ষার কোনো বিকল্প নেই। ’

 

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর লিখবাইছা জিএফইউ স্কুল অ্যান্ড কলেজের ৮৫ বছর পূর্তি, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্র্মিলনী, কলেজ ক্যম্পাস ও ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাক্তন ছাত্র সাবেক সচিব এএমএম রেজা-ই রাব্বির সভাপতিত্বে ও গভর্নিং বডির সভাপতি মো. সামছুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত শিক্ষা সচিব এএস মাহমুদ, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল খালেক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন প্রমুখ।

এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি, বেলুন উড়িয়ে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।