ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলিতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
হিলিতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে রাসেল হাসান (১৮) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (০৪ অক্টোবর) রাত ৮টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত রাসেল উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান বাংলানিউজকে জানান, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাসেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। দুপুরে ওই ছাত্রীর বাবা থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।