ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে চালের মিল থেকে ৫৬১ বস্তা চাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ঝিনাইদহে চালের মিল থেকে ৫৬১ বস্তা চাল লুট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে একটি চালের মিল থেকে নিরাপত্তা কর্মীদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬১ বস্তা চাল লুটে নিয়েছে ডাকাতরা।

 

শুক্রবার (০৪ অক্টোবর) রাতে সদর উপজেলা বিষয়খালী বাজার এলাকার আর কে এন্টারপ্রাইজ নামে মিলে এ ঘটনা ঘটে।

মিল মালিক মনিরুল ইসলাম মনা বাংলানিউজকে জানান, রাত ২টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত মিলে প্রবেশ করে সেখানে থাকা ৩ জন নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৫৬১ বস্তা চাল ২টি ট্রাকে করে নিয়ে পালিয়ে যান।

লুট হওয়া চাউলের আনুমানিক মূল্য ১১ লাখ ২২ হাজার টাকা বলে জানিয়েছেন মিল মালিক মনিরুল ইসলাম মনা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে লুট হওয়া চাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।