ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আব্দুর রহমান (৭০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দেওখোলা ইউনিয়নের কালীবাজাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, অবসরপ্রাপ্ত ওই পুলিশ কনস্টেবলের বাড়ির পাশেই মুরগির ফার্ম রয়েছে। শিয়াল থেকে রক্ষা পেতে এ ফার্মের চারপাশে জিআই তার পেঁচানো এবং রাতে ওই তারে বিদ্যুতায়িত থাকে। শনিবার ভোরে ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় ওই অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তবে স্থানীয়দের কেউ কেউ আবার বলছে, মৃত আব্দুর রহমানের গলায় আঘাতের দাগ রয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, বিদ্যুৎপৃষ্ট না কি ওই অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে ময়না তদন্তের পরেই এ বিষয়ে জানা যাবে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএএএম/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।