ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাথায় ইট পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ঝিনাইদহে মাথায় ইট পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার টিকারী গ্রামে মাথায় ইট পড়ে শুভ্র পাল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে টিকারী গ্রামের সারা প্রি-ক্যাডেট স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

শুভ্র পাল উপজেলার জিতড় ভবানীপুর গ্রামের চিকিৎসক শংকর কুমার পালের ছেলে। সে সারা প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে স্কুলে প্রাইভেট পড়তে যায় শুভ্র। শিক্ষক তখনো না আসায় স্কুল মাঠে অন্য ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলছিল সে। এসময় ক্রিকেট বলটি পার্শ্ববর্তী ঘরের চালে আটকা পড়ে। শুভ্র ওই বলটি আনতে গেলে ওই ঘরের ইট খুলে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।