ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
রংপুরে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

রংপুর: রংপুরের গংগাচড়ার গজঘণ্টা এলাকার ইসমাইল হোসেন রায়হান নামের এক যুবক হত্যার রহস্য উদঘাটিত হয়েছে।

হত্যাকাণ্ডের ২২ দিন পর সোমবার (০৭ নভেম্বর) জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দলের বিশেষ অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।  

দুপুরে পিবিআই কার্যালয় কেরানীপাড়ায় সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কায়সার।  

তিনি আরও জানান, চলতি বছরের ১৫ অক্টোবর রাতে গংগাচড়া থানার গজঘণ্টা গ্রামের আবুহেনা মোস্তফার ছেলে ইসমাইল হোসেন রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে কোতয়ালী থানাধীন সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের চিলারঝাড় এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

এঘটনায় ইসমাইল হোসেনের বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

পরে পিবিআই চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত শুরু করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোতয়ালী থানাধীন হরিরাম গ্রামের আফজাল হোসেনের ছেলে মঈন আহম্মেদ খাজাকে গ্রেফতার করে।  

তার স্বীকারোক্তি অনুযায়ী গংগাচড়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত আসামি সুজন, রানা ও সুলতানকে গ্রেফতার করা হয়।  

বন্ধুত্বের সম্পর্ক থেকে মাদক বিষয়ে বিরোধের জেরে ও ব্যবহৃত সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসমাইল হোসেনকে হত্যা করে বলে আসামিরা স্বীকার করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।