ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাড়ে ১৪ কেজি স্বর্ণের মামলার আসামির জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সাড়ে ১৪ কেজি স্বর্ণের মামলার আসামির জামিন

ঢাকা: সাড়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি ওসমান হারুন ওরফে সোহেলকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০৭ নভেম্বর) বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।  
 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।

২০১৫ সালের ২৩ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামি ওসমান হারুন ওরফে সোহেলকে সাড়ে ১৪ কেজি সোনাসহ আটক করা হয়। যার অর্থ মূল্য ৭ কোটি ২৮ লাখ টাকা।

এ ঘটনায় ওই বছরের ২৪ ডিসেম্বর বিমানবন্দর থানায় মামলা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামি ওসমান হারুন ওরফে সোহেল।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ০৭,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।