ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীম‍ান্তে ‍নারীসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জ সীম‍ান্তে ‍নারীসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (০৬ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টায় তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপলনগর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো. শাহ আলম ওরফে আলম (৪২), আলমের কথিত প্রেমিকা একই গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে নাহিদা (২০) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কুরসিয়া কাকনহাট গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ইন্তাজ (৪০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালানো হয়। এসময় ২২ আগ্নেয়াস্ত্রের মূল হোতাসহ তিন জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শংকরবাটী তেনুমণ্ডল পাড়ার সেনাবহিনীর সার্জেন্ট শাহিন কাদিরের বাড়ির ভাড়াটিয়া আলমের বাসা থেকে ২২টি বিদেশি পিস্তুল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।