ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে হোসেন আলী হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
কুড়িগ্রামে হোসেন আলী হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

কুড়িগ্রাম: মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় অভিযোগপত্র(চার্জশিট) দিয়েছে কুড়িগ্রাম থানা পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।

 
হত্যাকাণ্ডের সাড়ে ৭ মাস পর অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো।

অভিযুক্তরা হলেন- জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, মো. গোলাম রব্বানী ওরফে আবদুল্লা, মো. মাহাবুব হাসান ওরফে মিলন, মো. হাসান ফিরোজ ওরফে মোখলেছ ও মো. আবু নাসির ওরফে রুবেল।  

এদিকে, এ জঙ্গি হামলার ঘটনায় জড়িত খায়রুল ইসলাম ওরফে পায়েল ওরফে বাঁধন, শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন এবং নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে বাশির মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা অব্যাহতি দেওয়া হয়েছে।  

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বাংলানিউজকে জানান, পুলিশ দীর্ঘ তদন্তের মধ্যদিয়ে প্রকৃত অপরাধীদের অভিযুক্ত করে রিপোর্ট দাখিল করেছে। এ মামলায় নিরাপরাধ, কাউকে জড়ানো হয়নি।

চলতি বছরের ২২ মার্চ প্রাতঃভ্রমণের সময় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে জঙ্গিরা কুপিয়ে হত্যা করে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।