ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের সেই ‘জঙ্গি বাড়ি’ পরিদর্শনে পিবিআই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
নারায়ণগঞ্জের সেই ‘জঙ্গি বাড়ি’ পরিদর্শনে পিবিআই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি ভাড়া বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহতের মামলার তদন্তভার গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি ভাড়া বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহতের মামলার তদন্তভার গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে পিবিআই’র এডিশনাল ডিআইজি মঈনুল হাসানের নেতৃত্ব পরিদর্শনকালে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আলমগীরসহ নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 
মঈনুল হাসান সাংবাদিকদের বলেন, ‘তদন্তকাজ যেভাবে চলে আমরা সেভাবেই করবো। তবে আজকে শুধু মাত্র তদন্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসেছি। তদন্তের অগ্রগতি হওয়া মাত্রই জানানো হবে’।
 
গত ২৭ আগস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটসহ পুলিশের ‘অপারেশন হিট স্ট্রং’ নামে অভিযানে পাইকপাড়া নূর উদ্দিন দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলায় গুলশান হামলার মাস্টারমাইন্ড খ্যাত তামিম চৌধুরীসহ আরও দু’জন জঙ্গি মারা যান। এরপর থেকে ওই ফ্ল্যাটটি সিলগালা করে রাখে পুলিশ।

ওই অভিযানের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে ওই থানা পুলিশ তদন্ত শুরু করে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।