ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে মেশিনের আঘাতে দুই শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
তেজগাঁওয়ে মেশিনের আঘাতে দুই শ্রমিক আহত

রাজধানীর তেজগাঁওয়ে একটি কারখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে দুই শ্রমিক আহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি কারখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. আলাউদিন (৩৫) ও মো. শফিক আলম (৩২)। এদের মধ্যে আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সহকর্মী আতাউর রহমান বাংলানিউজকে জানান, তারা তেজগাঁও বেগুনবাড়ি এলাকার পদ্মা পদ্দা পলি কটন নিট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। সন্ধ্যায় কাজ করার সময় আলাউদিন ও শফিক আলমের মাথায় মেশিনের আঘাত লাগে।

ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আলাউদ্দিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।