ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে মেশিনের আঘাতে আহত দুই শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
তেজগাঁওয়ে মেশিনের আঘাতে আহত দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে একটি কারখানায় কাজ করতে গিয়ে মেশিনের আঘাতে আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি কারখানায় কাজ করতে গিয়ে মেশিনের আঘাতে আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) রাত ‍সাড়ে ৮টার দিকে আহতদের মধ্যে শফিক আলমকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে অপর আহত শ্রমিক মো. আলাউদিন (৩৫) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরআগে সন্ধ্যায় তেজগাঁও বেগুনবাড়ি এলাকার পদ্মা পদ্দা পলি কটন নিট কারখানায় কাজ করার সময় মাথায় মেশিনের আঘাত পান তারা। পরে আলাউদ্দিনকে ঢামেকে ও শফিক আলমকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬/আপডেট: ২১৪৬ ঘণ্টা
এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।