ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচ ভাইয়ের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচ ভাইয়ের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (৯ নভেম্বর) রাতে পুটিমারী ইউনিয়নের হাজীরহাট এলাকার মতুরারটারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মতুরারটারী গ্রামের মৃত সুলতান আলীর ছেলে বাদশা মিয়ার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য ভাইয়ের বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে আগুনে ঘরের মধ্যে থাকা ধান, চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে বাড়ির সবকিছু হারিয়ে পাগলপ্রায় সুলতান আলীর পাঁচ ছেলে জহুরুল হক, বাদশা মিয়া, আনারুল হক, সানারুল ইসলাম ও আজহারুল ইসলাম।

পুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সায়েম লিটন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধান, চালসহ আসবাবপত্র পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।