ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
সিলেটে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

সিলেটে বাস চাপায় সাব্বির আহমেদ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট: সিলেটে বাস চাপায় সাব্বির আহমেদ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সাব্বির মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, সাব্বির গোয়ালাবাজার হযরত শাহজালাল (র.) আলিম মাদরাসায় জেডিসি পরীক্ষা দিতে যায়। রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।

পরে ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানী নগর থানা পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকার মুরব্বিদের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে বলেন, পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এনইউ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।