ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ফার্মেসি থেকে আড়াই লাখ টাকার বেআইনি ওষুধ উদ্ধার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
খুলনায় ফার্মেসি থেকে আড়াই লাখ টাকার বেআইনি ওষুধ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনায় মেসার্স আলামিন ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসি থেকে প্রায় আড়াই লাখ টাকার বেআইনি সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে।

খুলনা: খুলনায় মেসার্স আলামিন ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসি থেকে প্রায় আড়াই লাখ টাকার বেআইনি সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরের পর অভিযান চালিয়ে এ ওষুধগুলো উদ্ধার করা হয়।

জেলা ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মাহমুদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর হেরাজ মার্কেটের মেসার্স আলামিন ড্রাগ হাউজে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দোকানটি থেকে অবৈধভাবে রক্ষিত ১০ হাজার পিস সরকারি অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক ও হার্টসহ বিভিন্ন রোগের ওষুধ এবং ভারত থেকে আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা।

তিনি জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমআরএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।