ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৩ মণ জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
কেরানীগঞ্জে ৩ মণ জাটকা জব্দ

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও পোর্ট এলাকা থেকে তিন মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ, ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও পোর্ট এলাকা থেকে তিন মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মজিরুল হক।

অঞ্জন কুমার সরকার বাংলানিউজকে জানান, বিকেলে পানগাঁও পোর্ট এলাকায় জাটকা বেচা-কেনা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় টের ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন মণ জাটকা জব্দ করা হয়।

জব্দ করা জাটকাগুলো পরে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।