ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বান্দরবানে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবানে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

বান্দরবান: বান্দরবানে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ৠালি বের হয়।

ৠালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে দুপুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভা, শিশু সমাবেশ, বিস্কুট দৌড়, মোরগ লড়াই ও যেমন খুশি তেমন সাজ  প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু অ্যাকাডেমি বান্দরবান জেলার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকসুদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনুল হক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।