ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ ব্যক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
কেরানীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ ব্যক্তি

মাওয়া থেকে ঢাকাগামী একটি বাসের চার যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুঁইয়েছেন।

কেরানীগঞ্জ (ঢাকা): মাওয়া থেকে ঢাকাগামী একটি বাসের চার যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুঁইয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, শরীয়তপুরের ইউনুস (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিখানের জহিরউদ্দিন (৬০), পুরান ঢাকার ১৪/১ রজনীবোস লেন বংশালের জহিরউদ্দিন আব্বাস (২৯) ও অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি।

স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সূত্র জানায়, বিকেলে ইলিশ পরিবহনের একটি বাহী বাস মাওয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যায় বাসটি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে আসলে হঠাৎ করে চার যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ওই যাত্রীরা জানান, অজ্ঞান পার্টি তাদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।