ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ১৪ স্কুলের শিক্ষার্থীরা পেলো টিফিন ক্যারিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে ১৪ স্কুলের শিক্ষার্থীরা পেলো টিফিন ক্যারিয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সদরের ইউনিয়নের রাজাগাঁও কমলাডাঙ্গা স্কুল মাঠে এক অনুষ্ঠানে টিফিন ক্যারিয়ার বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এলজিএসপি-২ এর সহযোগিতায় শিক্ষার্থীর মধ্যে এসব টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।

এরআগে স্কুল মাঠে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ রায় ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

এরআগে সকালে রমেশ চন্দ্র সেন ওই ইউনিয়নের চাপাতি গড়গড়িয়া ধাম হতে টাঙ্গন ব্যারেজ যাওয়ার রাস্তার খালের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করেন।    

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।