ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন রোধে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন রোধে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি ঠাকুরগাঁও, সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলা শিশু একাডেমি থেকে একটি ৠালি বের হয়।

ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এ আলোচনা সভার আয়োজন করে।

এ উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাসহ স্কুলের এনসিটিএফ’র সকল সদস্যববৃন্দ।

সভায় বক্তারা শিশু নির্যাতন রোধ ও সহিংসতা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।