ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে আমন ধান কাটা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ফেনীতে আমন ধান কাটা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী সদরসহ জেলার সব ক’টি উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটা।

ফেনী: ফেনী সদরসহ জেলার সব ক’টি উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটা।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে এ ধান কাটা।

তবে অসময়ের বৃষ্টিতে যেসব ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা একটু আগাম কাটা হবে বলে জানান তারা।  

জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠু ভৌমিক বাংলানিউজকে জানান, এ বছর আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬১৪ মেট্রিক টন।

তিনি জানান, এ মৌসুমে ফেনী সদর উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে ১৬ হাজার ১২৫ হেক্টর জমিতে, ছাগলনাইয়ায় ৯ হাজার ১৫০, ফুলগাজীতে ৬ হাজার ১৩০, পরশুরামে ৫ হাজার ৪৬৮, দাগনভূঁঞায় ৮ হাজার ৫০৫ ও সোনাগাজীতে ২০ হাজার ৮৫০ হেক্টর।

ছয় উপজেলা মিলিয়ে মোট আবাদ হয়েছে- ৬৬ হ‍াজার ৪১০ হেক্টর জমিতে। এর মধ্যে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ১৮ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছিল।

তিনি আরো জানান, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সামান্য ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।