ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সুখদহ বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বগুড়ায় সুখদহ বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখদহ বিল থেকে লাবলু ফকির নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখদহ বিল থেকে লাবলু ফকির নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

লাবলু ফকির সারিয়াকান্দি উপজেলার নারচী বিলপাড়া গ্রামের খলিল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে লাবলু জমিতে কৃষি কাজ করতে যাওয়ার পর আর বাড়িতে ফেরে নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে সুখদহ বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে গাবতলী ও সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের স্বজনরা লাবলু ফকিরের মরদেহ সনাক্ত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/জিপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।