ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ব্যানার-তোরণ অপসারণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ময়মনসিংহে ব্যানার-তোরণ অপসারণের নির্দেশ

ময়মনসিংহ পৌর এলাকার সব তোরণ, ফেস্টুন ও ব্যানার আগামী সাতদিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত উন্নয়ন...

ময়মনসিংহ: ময়মনসিংহ পৌর এলাকার সব তোরণ, ফেস্টুন ও ব্যানার আগামী সাতদিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সম্প্রতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষার্থে এ নির্দেশনা দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান জানান, জাতীয়/ বিশেষ দিবসে তোরণ, ব্যানার, ফেস্টুন, প্যানাফ্লেক্স ইত্যাদি প্রদর্শন করার পর পরবর্তী ৭দিনের মধ্যে অপসারণ করতে হবে।

একইসঙ্গে পৌর এলাকার ভেতরে সব রাস্তায় গরু, ঘোড়াসহ সব ধরনের গবাদি পশু অবাধে চলাচল করতে পারবে না বলেও জেলা প্রশাসন থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএএএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।