ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বগুড়ায় কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া শহরের কামারবাড়িতে অবস্থিত ইনফোটেক কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জালিয়াতি ও প্রতারণার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বগুড়া: বগুড়া শহরের কামারবাড়িতে অবস্থিত ইনফোটেক কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জালিয়াতি ও প্রতারণার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২০টি কম্পিউটার ও বিভিন্ন মালামাল জব্ধ করা হয়।


 
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, অনেক দিন ধরে এ প্রতিষ্ঠান জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কারিগড়ি শিক্ষাবোর্ডের নামে মিথ্যা সনদ বিক্রি করে আসছিলো- এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. রাসেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও র‌্যাব-১২ সদস্যরা সহায়তা করেন বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।