ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভগ্নিপতিকে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সেনবাগে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভগ্নিপতিকে জখম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর ভগ্নিপতির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর ভগ্নিপতির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীর পরিবার জানায়, ভগ্নিপতির বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী।

প্রায় সময় স্কুলে আসা-যাওয়ার পথে তাকে ভগ্নিপতির প্রতিবেশী ওবায়দুল হকের ছেলে মানু মিয়াসহ কয়েকজন বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতেন।

পরে ওই ছাত্রী বিষয়টি তার স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানালে বিদ্যালয় থেকে বখাটেদের পরিবারকে জানানো হয়।

এ ঘটনার পর বখাটেরা কয়েকদিন তাকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকলেও কয়েকদিন আগ থেকে আবার তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন।

সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে বখাটেরা তাকে উত্ত্যক্ত করলে তার ভগ্নিপতি এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরে আরো কয়েকজন বখাটে একত্রিত হয়ে তার ভগ্নিপতিকে পিটিয়ে জখম করেন।

পরে এ ঘটনায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে মানু মিয়া (২৮) তার বাবা ওবাদুল হক (৫৫) ও মো. সুরুজ মিয়াকে (৩২) অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের কাছে লিখিত অভিযোগ করেন।

ওই ছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করে বলেন, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের খবর পেয়ে ওই বখাটেরা আমার ও আমার ভাইদের বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি দিচ্ছে।

ইউএনও শারমিন আলম বাংলানিউজকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনবাগ থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।