ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শনিবার বান্দরবানবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
শনিবার বান্দরবানবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বান্দরবানবাসীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বান্দরবান: সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বান্দরবানবাসীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

সেখানে থাকা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের সঙ্গে ঢাকা থেকে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বাংলানিউজকে জানান, জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও জনসাধারণ এ মতবিনিময়ে অংশ নেবেন।

গত বছরের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সবচেয়ে উঁচু বান্দরবানের থানচি-আলীকদম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।