ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আর নেই

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কুমিল্লা: কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ইউসুফ জামিল বাবু কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইউসুফ জামিল বাবু কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বিগত কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।