ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আদালতের টয়লেটে আসামির আত্মহত্যা চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আদালতের টয়লেটে আসামির আত্মহত্যা চেষ্টা

রাজধানীর রমনা থানায় ডাকাতির মামলায় গ্রেফতার স্বপন (২৮) নামে এক ব্যক্তি আদালতের টয়লেটে হাতকড়া দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ঢাকা: রাজধানীর রমনা থানায় ডাকাতির মামলায় গ্রেফতার স্বপন (২৮) নামে এক ব্যক্তি আদালতের টয়লেটে হাতকড়া দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা সিএমএম আদালতে এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বপন ডাকাতি মামলার আসামি। সম্প্রতি তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতে নেওয়‍া হয়। সেখানে হঠাৎ করে টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়া দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

‘বিষয়টি টের পাওয়ার পর পুলিশ পাহাড়‍ায় স্বপনকে চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।