ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও অভিভাবকদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ভাণ্ডারিয়ায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও অভিভাবকদের সংবর্ধনা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে ভাণ্ডারিয়া থানায় মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।


 
সংবর্ধনায় ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নিশাত তামান্না (প্রশাসন), নজরুল ইসলাম (প্রশাসন), হাবিবুল্লাহ হাওলাদার (শিক্ষা), নাজমুল হোসেন (শিক্ষা) ও মো. ইব্রাহীমকে (শিক্ষা) সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় নাজমুল হোসাইন এবং অন্য চারজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন- এএসপি কাজী শাহনেওয়াজ, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির, বিসিএস সাধারণ শিক্ষায় উত্তীর্ণ নাজমুল হোসেন, অভিভাবক কাজী খালেকুজ্জামান, সোহরাব হোসেন, আব্দুর রহমান হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।