ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরীক্ষামূলক খামার শ্রমিকদের ন্যায় মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন ইক্ষু খামারের শ্রমিকরা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরীক্ষামূলক খামার শ্রমিকদের ন্যায় মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন ইক্ষু খামারের শ্রমিকরা।

রোববার (২০ নভেম্বর) সকালে ইক্ষু খামার শ্রমিকদের ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন করা হয়।

চিনিকলের আওতায় ৮টি ইক্ষু খামারের শ্রমিকরা এ মানববন্ধনে অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী, সাধারণ সম্পাদক সুজন, মোইলেন চন্দ্র, রাজেন ও তপন প্রমুখ।

বক্তারা ৮ ঘণ্টা শ্রমের বিনিময়ে ১৬৫ টাকা মজুরির ৪২০ টাকা দৈনিক হাজিরা প্রদানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।