ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ববি উপাচার্যের সঙ্গে ইউনিসেফ কর্মকর্তার সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ববি উপাচার্যের সঙ্গে ইউনিসেফ কর্মকর্তার সাক্ষাৎ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন ইউনিসেফের বরিশাল অঞ্চলের প্রধান এ এইচ তৌফিক আহাম্মদ।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন ইউনিসেফের বরিশাল অঞ্চলের প্রধান এ এইচ তৌফিক আহাম্মদ।
 
রোববার (২০ নভেম্বর) ববির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা দ্বিপাক্ষীয় বিষয়ে আলাপ করেন। এছাড়া  চলতি শিক্ষাবর্ষ হতে বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ বিভাগের একাডেমিক উন্নয়নকল্পে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথা জানান ইউনিসেফের কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আবদুল কাইয়ুম, শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল্লাহ আল মাসুদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, ববির প্রকল্প পরিচালক ড. মো. হুমায়ুন কবির, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, উপ পরিচালক (অর্থ ও হিসাব) সুব্রত কুমার বাহাদুর প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।