ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে কৃষক স্কুলের সমাপনী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ধুনটে কৃষক স্কুলের সমাপনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামে ছয় মাস মেয়াদী কৃষক মাঠ স্কুলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামে ছয় মাস মেয়াদী কৃষক মাঠ স্কুলের সমাপনী  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেল ৪টায় আইএফএমসি প্রকল্পের আওতায় খরিপ-২ মৌসুমের কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীদের পাঠদান সমাপনী অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষক মাঠ স্কুলের সদস্য শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন- ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।

আরো বক্তব্য রাখেন- চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) আব্দুর রাজ্জাক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, ইউপি সদস্য তোতা মিয়া, কৃষক মাঠ স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা চপল, শরিফুল ইসলাম, সদস্য ফরিদা ইয়সাসমিন, শাপলা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।