ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে।

রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে।

এর ফলে শনিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে সেতুটি পর্যটকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বাংলানিউজকে জানান, ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে থাকায় অনেক পর্যটক ফিরে গেছেন। ফলে আমাদের আয় কমে গেছে। এবার সেতুটি উন্মুক্ত হওয়ায়  পর্যটকদের মধ্যে প্রাণ সঞ্চার হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো জানান,  হ্রদের পানি আরো কমলে আগামী এক সপ্তাহের মধ্যে সেতুটি মেরামত করা হবে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সেতুটির পাটাতন ডুবে গেলে পর্যটন কর্তৃপক্ষ সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।