ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দগ্ধ এক শিশু শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আশুলিয়ায় দগ্ধ এক শিশু শ্রমিকের মৃত্যু ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়ায় গ্যাস লাইটার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ বছরের ওই কন্যা শিশুর নাম আখি...

ঢাকা: আশুলিয়ায় গ্যাস লাইটার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ বছরের ওই কন্যা শিশুর নাম আখি।

মঙ্গলবারের (২২ নভেম্বর) অগ্নিকাণ্ডে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। বুধবার (২৩ নভেম্বর) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢামেক বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবীড় পর্যবেক্ষণে ছিল আখি। দগ্ধ অন্য সবার মতো এই শিশুও ওই ফ্যাক্টরিতে গ্যাস লাইটার তৈরির বিপজ্জনক পেশায় নিয়োজিত ছিল।

আখির বাবার নাম আশরাফুল। রংপুরের মিঠাপুকুরে তাদের গ্রামের বাড়ি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘কালার ম্যাচ বিডি লিমিটেড’ নামে আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধসহ মোট ৩৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

অন্য শিশুদের মধ্যে ১৪ বছরের মুক্তির শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে, ১৬ বছরের নাজমার ২৫ শতাংশ, ১৭ বছরের লাভলীর ৩০ শতাংশ, ১৬ বছরের হাফিজার ২০ শতাংশ, ১৫ বছরের খোদেজার ১৬ শতাংশ এবং ১৬ বছরের সোনিয়ার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন:
***আর্তনাদ বার্ন ইউনিটে
***‘আশুলিয়ায় দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক’
** আশুলিয়ায় দগ্ধ ২০ জন ঢামেকের বার্ন ইউনিটে
** আশুলিয়ায় দগ্ধদের মধ্যে ৫ জন এনাম মেডিকেলে ভর্তি
** আশুলিয়ায় দগ্ধদের চিকিৎসার্থে ১ লাখ টাকা অনুদান
** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩৯

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজেডএস/এমএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।