ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জব্বার নামে চিহ্নিত এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চার পুলিশ সদস্যও।

বরগুনা: বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জব্বার নামে চিহ্নিত এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চার পুলিশ সদস্যও।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৩টার দিকে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়েছে।  

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, আব্দুল জব্বার আন্তঃজেলা ডাকাতদলের সর্দার এবং দীর্ঘ দিন পলাতক ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।  

গোপন সংবাদের ভিত্তিতে জব্বারকে ধরার জন্য কলাগাছিয়া গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গুলি ছুড়ে পালিয়ে যেতে চান। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে নিহত যান আব্দুল জব্বার।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬/আপডেট ০৮৩৬ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ