ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকায় ইজিবাইক উল্টে আহত খালেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকায় ইজিবাইক উল্টে আহত খালেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খালেদা উপজেলার ইউসুফপুর গ্রামের মো. সোলায়মানের স্ত্রী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে গুরুতর আহত হন খালেদা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ