ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছুরিকাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছুরিকাহত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটায় ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটায় ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত ইফফান (২৪) ওই ইউনিভার্সিটির বিবিএ উত্তীর্ণ শিক্ষার্থী। তিনি সার্টিফিকেট তুলতে এসে হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ইউনিভার্সিটির গণসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।

এ ঘটনায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা রাজনৈতিক কোন্দল থেকে হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সাগর গ্রুপের কতিপয় সদস্য ওই ছাত্রকে রাস্তায় একা পেয়ে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা।

আহত ইফফানের গলায়, কানে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার শরীরে অস্ত্রপচার চলছিল এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেনুচন্দ্র বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এনইউ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ