ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
মাগুরায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

মাগুরা সদর উপজেলার অলোকদিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মাগুরা: মাগুরা সদর উপজেলার অলোকদিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

সোমবার (২৯ নভেম্বর)  ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আলোকদিয়া বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ধান, চালের গো-ডাউনসহ ১০ দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাগুরা দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

তবে শফিকুল ইসলাম নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী দাবি করেন অগ্নিকাণ্ডে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।