ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ পরিবারের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ পরিবারের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ অফিসের উদ্যোগে উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন- কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ অফিসের প্রকল্প কর্মকর্তা গোলাম আযম, শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ ও সমাজসেবক আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।    

কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে জাকাত হাউস-কুয়েতের মাধ্যমে বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ৫ প্যাকেট খাবার স্যালাইন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।